০৬ জানুয়ারি ২০১৯, ১২:৪৩

প্রাথমিক শিক্ষায় উৎসাহিত করতে শিশুবরণ

  © সংগৃহীত

শিশুদের মানুষিক বিকাশ এবং স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিশুবরণ অনুষ্ঠান। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৫০জন শিশুর হাতে খাতা-কলম তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেয়া হয়। শিশুদের উৎসাহ দিতে শনিবার ওই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন বরিশাল বিভাগের বিদুৎসাহী শিক্ষানুরাগী কাউখালীর আঃ লতিফ খসরু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, শিশুদের উৎসাহিত করতে বিদ্যালয়ে প্রতি বছর এই শিশুবরণ অনুষ্ঠান করে আসছেন। বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ শিশু পড়ালেখা করছে। চলতি বছর বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণীতে ৫০জন শিক্ষার্থী রয়েছে। শিশুবরণ অনুষ্ঠান করার পর থেকে বিদ্যালয়ে শিশুদের ভর্তিও সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, আঃ লতিফ খসরু, ভারতী রানী সাহা, সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ করর ও অভিভাবক নুপুর বেগম।