পাঠ্যবই থেকে সরল সাকিব ও সালাউদ্দিনের ছবি, যুক্ত হলেন যারা
সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম ও ছবি। এছাড়াও বাদ পড়েছে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম ও ছবি। তাদের জায়গায় নতুন বই যুক্ত হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম ও ছবি।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তন আনা হয়েছে জাতীয় পাঠ্যক্রমের বইয়ে। নতুন বছরের পাঠ্যবইয়ে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতা কিংবা অনুসারীদের তথ্য ও ছবি বাদ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের খেলাধুলো বিষয়ক অধ্যায় থেকে সাকিব ও সালাউদ্দিনের নাম ও ছবি পরিবর্তন আনা হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের অধ্যায় যুক্ত করা হয়। সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের শচীন, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব ও সাবেক ফুটবলার সালাউদ্দিন।
এবার নতুন বইয়ে আট জন থেকে সাকিব, সালাউদ্দিন ও শচীনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।
ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির আগের বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার হয়েছে। নতুন বছরের পাঠ্যবই বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানী হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে। এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি বসানো হয়েছে। তবে পেলে, ম্যারাডোনা, ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে।
এই বইয়ের ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি লেসন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলোও।
এই শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ড্রোনের ছবি যুক্ত করা সহ বেশকিছু ছবিতে পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, দেশের ফুটবলের সর্বকালের সেরাদের একজন সালাউদ্দিন চারবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। সাকিব তর্কাতীতভাবেই দেশের ক্রিকেটের সর্বকালের সবচেয়ে বড় ও সফলতম তারকা। খেলা চলাকালীনই তিনি জড়ান রাজনীতিতে। বিগত সংসদে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের বদলে যাওয়া প্রেক্ষিতে এই শীর্ষ ক্রিকেটার আর দেশে ফিরতে পারেননি, একাধিক মামলায় তাকে আসামীও করা হয়েছে।