১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:০৮

আইআইইউসিতে চার দিনব্যাপী প্রকাশনা উৎসব ও বইমেলা শুরু

মেলায় বই দেখছে দর্শনার্থীরা  © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ  দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী ‘দাওয়াহ প্রকাশনা উৎসব ও বই মেলা-২০১৮’ শুরু হয়েছে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম মহিউদ্দিন।

দাওয়াহ বই মেলা উপলক্ষে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রিতে থাকছে ২৫ থেকে ৩৫% ছাড়। মেলায় বিভিন্ন প্রদর্শনীর মধ্যে রয়েছে-  দাওয়াহ দেয়ালিকা প্রদর্শনী, দাওয়াহ ক্লাব ছবি দেয়ালিকা প্রদর্শনী, দাওয়াহ মাসিক স্কলারশিপ প্রকল্প প্রদর্শনী,দাওয়াহ প্রকাশনা সামগ্রী সমূহ ২০১৯ ও বাংলা ভাষার দূর্লভ বই প্রদর্শনী। দেয়ালিকাগুলো থেকে বিচারকদের মতামতের ভিত্তিতে সেরা দেয়ালিকাকে ডিপার্টমেন্ট পুরস্কৃত করবে।

দাওয়াহ বিভাগের আয়োজনে আলিম ও তার উপরের শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে- এরাবিক কোর্সের ফুল ফ্রি স্পট। এর রেজিস্ট্রেশন চলবে পুরো মেলা জুড়ে। 

বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ছাত্রদের এরাবিক ল্যাংগুয়েজের পাশাপাশি একাডেমিক মানোন্নয়নের লক্ষ্যে দাওয়াহ ডিপার্টমেন্ট হাতে নিয়েছে দাওয়াহ টিউটর কর্মসূচি। এর আয়তায় সপ্তাহে ৪ দিন দাওয়াহ বিভাগের মাস্টার্সের নিয়োগপ্রাপ্ত ছাত্ররা অনার্স লেভেলের ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। এই মেলায় থাকছে টিউটর রেজিস্ট্রেশনের বিশেষ সুযোগ।

মেলায় সর্বাধিক বিক্রিত সংশ্লিষ্ট বই -কে দাওয়াহ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ‘বেস্ট সেলার বুক এওয়ার্ড’ প্রদান করবে। বই মেলায় অসাধারণ আরো একটি ইভেন্ট হলো সেরা পাঠক পুরস্কার বা বেস্ট রিডার এওয়ার্ড। মেলায় যিনি সর্বোচ্ছ পরিমাণ বই ক্রয় করবেন তাকে উৎসাহিত করতে এ পুরস্কারের আয়োজন। এ জন্য পাঠকদের দাওয়াহ স্টলে গিয়ে এওয়ার্ড বুথে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

মেলায় অংশগ্রহণ কারীদের জন্য থাকছে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এ জন্য দাওয়াহ ডিপার্টমেন্ট স্টলে রেজিস্ট্রেশন করতে হবে। মেলার শেষ দিন বিকালে দাওয়াহ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা সবার জন্য উন্মুক্ত থাকবে।