০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১২

মাদারীপুরে চার দিনব্যাপী বইমেলা শুরু

বইমেলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান  © সংগৃহীত

মাদারীপুর জেলার কবি, লেখক ও সাহিত্যিকদের লেখা বই নিয়ে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জেলা শহরের লেকেরপাড়ে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ মেলা চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। মেলায় পাওয়া যাবে জেলার শতাধিক লেখকদের বই। 

বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, ইতিহাস গবেষক ও লেখক ডা. আব্দুল বারি, সাহিত্যিক ও সাংবাদিক ইয়াকুব খান শিশির ও কবি দুলাল সরকার। 

সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বইমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে ডা. আব্দুল বারিকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া তরুণ উদীয়মান সাহিত্যিক সৌম্য সরকারকে দেওয়া হয় মহাকবি আলাওল পদক।

উল্লেখ্য, মেলা প্রাঙ্গনে বইয়ের স্টল ছাড়াও প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।