বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুবিষয়ক গ্রন্থ প্রদর্শনী ১২-১৫ আগস্ট
বঙ্গবন্ধুবিষয়ক গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি। প্রদর্শনী চলবে ১২ (রবিবার) থেকে ১৫ আগস্ট পর্যন্ত। রবিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
তাছাড়া বিকেলে ৫টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাঙালির বঙ্গবন্ধু শীর্ষক একক বক্তৃতানুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। একক বক্তৃতা প্রদান করবেন কবি কামাল চৌধুরী। বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে পাঠ করবেন এস. এম. মহসীন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি চারদিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার বাংলা একাডেমি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।