জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত না করার আহবান

অধ্যাপক ড. মো. মশিউর রহমান
অধ্যাপক ড. মো. মশিউর রহমান  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত না করার আহবান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুরের বাহাদুরপুর রোভার পল্লীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ‘পিকনিক ও মিলন মেলা-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন উপাচার্য।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম পাটোয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। 

ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘মহান জাতীয় সংসদের প্রতিজন সদস্য আমাদের ভীষণ প্রিয়, অভিভাবকতুল্য এবং সম্মানীয়। সুতরাং বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পাহাড়ি, হাওর, বাঁওর প্রত্যন্ত অঞ্চলের যে সংগ্রামমুখর শিক্ষার্থী, যারা অভিভাবককে একসঙ্গে আর্থিক সহায়তা করে এবং নিজে পড়াশোনা করে। তাদের আবেগ-অনুভূতিতে আঘাত না করার জন্য আমি উদাত্ত আহবান জানাই।’

সংসদের মতো পবিত্র জায়গায় তথ্য-উপাত্ত জেনে কথা বলার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘মহান জাতীয় সংসদে যখন কথা বলবেন- সকল বিষয় মাথায় রেখে তথ্য-উপাত্তকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলবেন। কেননা, এর সঙ্গে আমাদের গভীর আবেগ এবং সেন্টিমেন্ট জড়িত। ’

তিনি আরও বলেন, ‘এমন কোনও কথা বলা উচিত নয়, যেটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে আঘাত করে। যখন মহান সংসদে দাঁড়িয়ে আপনারা আমার ছাত্রের আয় নিয়ে প্রশ্ন করেন, এটি তার মেন্টাল হেলথকে ভীষণভাবে প্রভাবিত করে। আমার শিক্ষার্থীরা সততার সঙ্গে আয় করে। ওরা নিষ্ঠার সঙ্গে আয় করে, দুর্নীতি করে না।’


সর্বশেষ সংবাদ