৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক (বিএসসিএস) ও সদস্য-সচিব মিজানুর রহমান আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষা আগামী শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ০৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে 'অফিসার (সাধারণ)' (১০ম গ্রেড) পদে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০১ ঘণ্টাব্যাপী প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩১/০১/২০২৬ তারিখ, শনিবার (বিকাল ০৩.০০টা-০৪.০০টা) অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা ও ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলোড করা হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে ব্যাংকিং ও আর্থিক সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানির শিকার হলে বা অভিযোগ থাকলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হটলাইন নম্বর ১৬২৩৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।