বাংলাদেশ ব্যাংকের এডির প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: এখনই শুরু হোক স্বপ্নপূরণের যাত্রা
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের যাত্রা শুরু হয় একটি চরম প্রতিযোগিতাপূর্ণ প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। প্রতি বছর প্রায় ২ লাখ প্রতিযোগী এই পরীক্ষায় অংশ নেন, অথচ মাত্র ৫ হাজার পরীক্ষার্থীকে রিটেনে বসার সুযোগ দেওয়া হয়। যদি আপনি এই সম্মানজনক পদটি অর্জন করতে চান, তাহলে এখনই প্রস্তুতি শুরু করতে হবে। সার্কুলারের জন্য বসে থাকা মানে নিজেকে পিছিয়ে নেওয়া। যারা আগেই প্রস্তুতি শুরু করে, তারাই প্রতিযোগিতায় এগিয়ে থাকে। প্রতিদিন নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, সময় বণ্টন কৌশল রপ্ত করে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান—সাফল্য আপনার হবেই।
বিষয়ভিত্তিক প্রস্তুতি নির্দেশিকা:
*বাংলা (২৫ নম্বর)
ব্যাকরণ অংশ বেশি গুরুত্বপূর্ণ। পড়তে হবে—
৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই
MP3, অগ্রদূত বা প্রফেসরস ব্যাকরণ বই
প্রধান টপিকসমূহ:
*শব্দভান্ডার, সমাস, সন্ধি, কারক-বিভক্তি
*উপসর্গ, সমার্থক-বিপরীত শব্দ
*এক কথায় প্রকাশ, বাগধারা
*বানান ও বাক্য শুদ্ধি
সাহিত্য অংশে:
*রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, মাইকেল, সুফিয়া কামাল, ফররুখ আহমেদসহ বাংলা সাহিত্যের প্রধান লেখকদের রচনার উপর নজর দিন।
ইংরেজি (২৫ নম্বর)
অনেকেই ভয় পান, কিন্তু মূল চাবিকাঠি হলো ভোকাবুলারি ও বেসিক গ্রামার।
ভোকাবুলারির জন্য:
*Word Smart 1 & 2
*দৈনিক পত্রিকা থেকে ২-৩টি নতুন শব্দ ডায়েরিতে লিখুন
গ্রামার অনুশীলনের জন্য বই:
1. Applied English Grammar – P.C. Das
2. Competitive Exam
সাধারণ জ্ঞান (২০ নম্বর)
ব্যাংকে সাধারণ জ্ঞানে সাম্প্রতিক ঘটনা বেশি আসে। প্রতিদিন পত্রিকা পড়ুন। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করুন।
প্রধান টপিকসমূহ:
*সভ্যতা, উপনিবেশ, সীমারেখা
*আন্তর্জাতিক সংস্থা, দিবস, পুরস্কার
*খেলা, ভূগোল, মুদ্রা, ভাষা
*সাম্প্রতিক সূচক, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা (২০২৫)
রেফারেন্স বই:
*বেসিক ভিউ
*নবম-দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান বই
কম্পিউটার (১০ নম্বর)
প্রশ্নগুলো সাধারণ জ্ঞানভিত্তিক ও সাম্প্রতিক প্রযুক্তি নির্ভর হয়। এ জন্য জানতে হবে—
*আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
*ক্লাউড কম্পিউটিং
*স্টারলিংক
*রোবোটিক্স ইত্যাদি
রেফারেন্স বই:
*ইজি কম্পিউটার
*আলালস্ কম্পিউটার
*৯ম-১০ম শ্রেণির ও কলেজের আইসিটি বই
গণিত (২০ নম্বর)
গণিতে ভয় নয়, কৌশল শিখুন। ১০-১২টি সঠিক প্রশ্ন উত্তর করলেই আপনি টিকতে পারেন। প্রথমেই করতে হবে—
*বিগত বছরের প্রশ্ন সমাধান
*অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করা
*শর্টকাট টেকনিক আয়ত্ত করা
রেফারেন্স বই:
1. Khairul’s Bank Math
2. Quantitative Aptitude by R.S. Aggarwal
3. IBA/BIBM/Arts Faculty Question Banks
4. ৯ম-১০ম শ্রেণির গণিত বই
অনলাইন রিসোর্স:
*ইউটিউব, ওয়েবসাইট ও অ্যাপ থেকেও অনুশীলন করুন। তবে একটি নির্দিষ্ট বই বা প্ল্যাটফর্মেই আটকে থাকবেন না। স্কিল ডেভেলপমেন্টই হলো মূল কথা।
লেখক:
শেখ মেহেদী হাসান
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক