ক্লাস্টার ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর চিন্তা

মহিবুল হাসান চৌধুরী
মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ক্লাস্টার ভিত্তিতে আমাদের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য ছাত্রছাত্রীদের রোল নম্বর ও বয়স অনুযায়ী বিভাগে ভাগ করা হতে পারে।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, একেকদিন একেক ক্লাস্টারের শিক্ষার্থীরা স্কুলে আসবে। ক্লাস্টারে পরে যেদিন যাদের ক্লাস থাকবে না সেদিন তাদের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তারা বাসায় বসে অ্যাসাইনমেন্ট করবে। এছাড়া আমাদের অনলাইনে ক্লাস চলমান থাকবে।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি শিক্ষা টিভি চালু করার জন্য। এটি করতে পারলে সারাদেশের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ ছাত্রছাত্রীদের পাঠদানের আওতায় আনা যাবে। 


সর্বশেষ সংবাদ