০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭

পবিপ্রবিতে এনিমেল হাজবেন্ড্রী ডিগ্রি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী অ্যাসোসিয়েশনের লোগো  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রীর একক ডিগ্রি বাতিল করে ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজবেন্ড্রী নামে কম্বাইন্ড ডিগ্রি করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী অ্যাসোসিয়েশন (BAHA)।

সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. আবুল হাশেম এবং মহাসচিব মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই সিদ্ধান্ত শুধু একটি একাডেমিক প্রোগ্রাম বাতিল নয় বরং এটি একটি খাতের ভবিষ্যৎ, একটি অঞ্চলের উন্নয়ন, এবং শত শত শিক্ষার্থীর স্বপ্নের ওপর সরাসরি আঘাত। এনিমেল হাজবেন্ড্রী একটি স্বতন্ত্র, বিজ্ঞানভিত্তিক, এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ শাখা, যা প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, এবং খামার ব্যবস্থাপনায় অপরিহার্য ভূমিকা পালন করে। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে খাতের উন্নয়নে বহুমাত্রিক (অর্থনৈতিক, পুষ্টিগত, সামাজিক এবং পরিবেশগত) গুরুত্ব রয়েছে।'

বিজ্ঞপ্তিতে সংগঠনটি কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো— অবিলম্বে এনিমেল হাজবেন্ড্রী ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত অধিকার নিশ্চিত করতে হবে; সংশ্লিষ্ট সকল সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক ও খাত-সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা একত্রিত, সোচ্চার এবং অটল। আমরা বিশ্বাস করি, জ্ঞান ও যুক্তির শক্তিতে এই অন্যায় সিদ্ধান্ত প্রতিহত করা সম্ভব। পবিপ্রবি প্রশাসন যদি এ সিদ্ধান্তে অটল থাকে, তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।'

এতে বলা হয়, 'এ ধরনের সিদ্ধান্তের ফলে দেশের প্রাণিসম্পদ খাতের দক্ষ জনবল গঠনে ব্যাঘাত সৃষ্টি করবে।  এনিমেল হাজবেন্ড্রী শিক্ষার স্বতন্ত্রতা ও পেশাগত বৈশিষ্ট্যকে বিলুপ্তির দিকে ঠেলে দিবে। একাডেমিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রতিকূল প্রভাব ফেলবে।'

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন থামানো যাবে না। এনিমেল হাজবেন্ড্রী বাতিল নয়—বিস্তারের জনদাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।