০৩ জুন ২০২২, ২১:২৪

বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রবিউল, সম্পাদক তানভীর

সভাপতি রবিউল ও সম্পাদক তানভীর  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  কাজী রবিউল ইসলামকে সভাপতি এবং  তানভীর আহমেদ নিলয়কে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার (২ জুন) বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়েছে।

নতুন এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে সাইম আহমেদ সিফাত এবং সবুজ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক পদে  মোছা. ফুজারা আক্তার, কোষাধ্যক্ষ পদে নুঝাত তাবাসসুম, ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে মো. সারওয়ার জাহান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে স্বপন কুমার সরকার, প্রফেশনাল ডেভেলপমেন্ট পদে সাভায়ান সাদাত বুশরা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে সুকুমার চন্দ্র দাস, ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর পদে ইসরাত জেরিন রিহা, ইডিটর পদে সাদিয়া আক্তার ঐশী, এসিস্ট্যান্ট সার্জেন্ট পদে স্বদেশ চন্দ্র পাল এবং ভাস্কর দাস।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে আম পাড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

উল্লেখ্য, বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে দীর্ঘ ৪০ বছর ধরে চলমান রয়েছে এই ক্লাবের পথচলা।বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, ভাম্যমাণ চক্ষু সেবা কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, এগ্রি লিডারস সামিটসহ আরো অসংখ্য প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে ক্লাবটি। ক্লাবটির উল্লেখযোগ্য একটি প্রোগ্রাম হচ্ছে 'রোটার‌্যাক্ট ট্রেইনিং ক্যাম্প'। সারাদেশের অসংখ্য রোটার‌্যাক্টবৃন্দ এতে অংশগ্রহণ করে থাকে।