২৬ জুন ২০২১, ১৬:২৯

বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের কথা জানাল বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতকৃত পরীক্ষার পরবর্তীতে জানানো হবে। তবে ভার্চুয়ালি ক্লাসসহ ক্লাসটেস্ট পরীক্ষা চলমান থাকবে।

জানা যায়, গত ৬ জুন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা সশরীরে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষার ফর্ম পূরণ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হোসেন বলেন, করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া এবং সরকারের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে নিজ নিজ এলাকায় পৌছে দেওয়া এবং করোনা পরিস্থিতি বিবেচনা করে বিকল্প উপায়ে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব।

বিজ্ঞপ্তি