সশরীরে পরীক্ষা নিতে বাকৃবি উপাচার্যকে স্মারকলিপি
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ মে ২০২১, ০৭:৩২ PM , আপডেট: ৩০ মে ২০২১, ০৭:৩২ PM
সশরীরে পরীক্ষা নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বিভিন্ন অনুষদীয় ডিন বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অনুষদীয় ছাত্র সমিতির ব্যানারে ওই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সশরীরে পরীক্ষা গ্রহণসহ ৬টি প্রস্তাবনা দেওয়া হয়।
প্রস্তাবনাগুলোতে বলা হয়, সব অনুষদের সর্বোচ্চ লেভেলের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে এনে সশরীরে ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সেক্ষেত্রে ১ জুলাই থেকে সকাল-বিকেল করে লেভেল ৪ ও লেভেল ৩ এর প্রথম সেমিস্টারের থিওরি ফাইনাল পরীক্ষা আরম্ভ করা যেতে পারে এবং পর্যায়ক্রমে ২৫ জুলাই থেকে লেভেল-২ ও লেভেল-১ এর থিওরি ফাইনাল পরীক্ষা আরম্ভ করা যেতে পারে।
লেভেল-৪ এর সেমিস্টার-১ এবং সেমিস্টার-২ এর পরীক্ষা শিগগিরই শেষ করার মাধ্যমে তাদের বাকৃবির অক্টোবর-মার্চ মাস্টার্স সেমিস্টারে ভর্তির সুযোগ করে দেওয়া যেতে পারে এবং যে সব অনুষদের অতিরিক্ত ইন্টার্নি সেমিস্টার আছে, তাদের দ্রুত ইন্টার্নি শেষ করার পর এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টারে ভর্তির সুযোগ করে দেওয়া যেতে পারে।
অনলাইন পরীক্ষার বিভিন্ন বিরূপ সমস্যা বিবেচনায় এবং দীর্ঘ সময়সাধ্য ক্লাস টেস্ট পরীক্ষার সময়সূচি এড়াতে সব ক্লাস টেস্টসহ এসাইনমেন্ট বা প্রেজেন্টেশন আকারে নেওয়া যেতে পারে।
দীর্ঘ সেশনজট নিরসনের উদ্দেশ্যে সব লেভেলে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়নের মাধ্যমে এবং পরবর্তী সময়ের সব সেমিস্টারের সময়কাল ৬ মাসের পরিবর্তে ৪ মাসে কমিয়ে আনা যেতে পারে।
যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থী অনলাইন ক্লাসে যুক্ত না হতে পারলে সেই শিক্ষার্থীর উপস্থিতি গণনা করা যেতে পারে। অতিদ্রুত লেভেল-৪ থেকে লেভেল-১ এর আটকে থাকা সব স্টাইপেন্ডের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে।
এদিকে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান দেখা করার সম্মতি না দেওয়ায় সরাসরি স্মারকলিপি দেওয়া সম্ভব হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন। পরবর্তীতে বিভিন্ন অনুষদীয় ডিন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।