১২ মে ২০২১, ১৭:০০

অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু ১৫ জুন

চট্রগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আগামী ১৫ জুন থেকে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে চট্রগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়। বুধবার (১২) একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বুধবার দুপুরে জুম প্ল্যাটফর্মে একাডেমিক কাউন্সিলের ৫২ তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বৃদ্ধ দাস।

বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ইউজিসির সুপারিশকৃত প্রস্তাবগুলোর যেকোনো একটির আলোকে পরীক্ষা নিতে হবে। এই পদ্ধতি নিজ নিজ বিভাগগুলো ঠিক করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।