২৫ জানুয়ারি ২০২১, ০৮:১৮

বাকৃবি অফিসার পরিষদে তালা, নতুন কমিটি দাবি

  © টিডিসি ফটো

নতুন কমিটি গঠনের দাবিতে তালাবদ্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদ। রবিবার দুপুর দেড়টার দিকে নতুন কমিটিতে পদ প্রত্যাশী কর্মকর্তরা অফিসে তালা দেয়। এক পর্যায়ে ২০২০ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

জানা যায়, ১২ জানুয়ারি অফিসার পরিষদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর কারণে ২০২০ কার্যনির্বাহী কমিটির কাজ অসম্পূর্ণ থাকায় পরবর্তী এক সিন্ডিকেট সভা পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। তবে নতুন কমিটিতে পদ প্রত্যাশীরা এ প্রস্তাব মেনে নেননি।

তালা ঝুলানোর বিষয়ে জানতে চাইলে অফিসার পরিষদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের কমপক্ষে দেড় মাস আগে তফসিল ঘোষণা করতে হয়। কিন্তু সিন্ডিকেটের দোহায় দিয়ে কবে নাগাদ তারা এ কাজটি করবে তা অনিশ্চিত।

তিনি বলেন, এমনটি হলে কবে নাগাদ নির্বাচন হবে তাও সঠিকভাবে জানা যাচ্ছে না। যা কমিটির মেয়াদ দীর্ঘায়িত করে অফিসার পরিষদের গঠনতন্ত্র ভঙ্গ করার শামিল। এতে সাধারণ কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে অফিসার পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

এ বিষয়ে বর্তমান ২০২০ কার্যনির্বাহী কমিটির সভাপতি খাইরুল ইসলাম নান্নু বলেন, আমরা সাধারণ সভায় করোনা মহামারীর কারণে ১ সিন্ডিকেট সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটার লিখিত প্রমাণও আছে। কিন্তু এরপরেও তারা আজ কার্যালয়ে তালা লাগায় এবং পরবর্তীতে হাতাহাতি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। যা বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি নষ্ট করেছে। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।