স্বাস্থ্যবিধি মেনে বাকৃবিতে পরীক্ষা শুরু
ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের লিখিত পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাস পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা শুরু হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় স্নাতক পর্যায়ে পরীক্ষা শুরু হয়েছে।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মকবুল হোসেন জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে পেরে আমি খুশি। পরীক্ষা গ্রহণের ব্যাপারে অনেকদিন ধরে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করে আসছিলো। যার পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও ভিসি স্যারের সম্মতিক্রমে আজ পরীক্ষা শুরু হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও এরকম স্বাস্থ্যবিধি মেনেই হবে।
পঞ্চম বর্ষের ধারাবাহিকতায় বাকী লেভেলের পরীক্ষা গ্রহণের ব্যাপারে ডিন বলেন, 'শিক্ষার্থীদের পক্ষ থেকে আগ্রহ থাকলে এবং একাডেমিক কাউন্সিলের সম্মতি পেলে অন্যান্য লেভেলের পরীক্ষাও শুরু হবে।'
উল্লেখ্য, পঞ্চম বর্ষের লিখিত পরীক্ষা চলবে ১৪ জানুয়ারি, ২০২১ পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।