হবিগঞ্জের নাগুড়ায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুরা ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধ করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে বানিয়াচং উপজেলার আতুকুরা গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় আইনে হবিগঞ্জ সদর উপজেলায় স্থাপন করার কথা বলা হয়েছে।
ওই আইন সংশোধ করে বানিয়াচং নাগুড়া কৃষিফার্ম এলাকায় “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপন করার জন্য সরকারের প্রতি দাবী জানান এলাকার লোকজন।
বক্তারা জানান, প্রায় ১০০ একরের উপরে সরকারি খাস জমি ও হাজার একর কৃষি-অকৃষি জমি রয়েছে নাগুড়া কৃষিফার্ম এলাকায় । ইচ্ছে করলে সরকার এখনই শিক্ষা কার্যক্রম চালু করতে পারে।
মানববন্ধনে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আলী আকবর খান, সাধারণ সম্পাদক আলী ইসলাম, আলী আক্তার চৌধুরী, প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ।