শেকৃবির সাংবাদিক সমিতির আঠারো বছরে পদার্পণ
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০১:৪৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২০, ০১:৪৫ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস) আঠারো বছরে পদার্পণ করলো। গতকাল মঙ্গলবার সংগঠনটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের সেমিনার কক্ষে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে শেকৃবিসাসের সভাপতি মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ শেকৃবি সাংবাদিক সমিতির সফলতা কমনা করার পাশাপাশি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাই তাদের সকল স্বার্থের উর্ধ্বে গিয়ে সঠিক সংবাদ জাতির কাছে পৌছাতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি সাংবাদিকতা এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। সে ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব, কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী, মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, হর্টিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ শেকৃবিসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাকিব খান।