শেকৃবিতে মাস্টার্স-পিএইচডি কোর্সে ভর্তি আবেদন শুরু
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ০৫:১৮ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। ২৬ ডিসেম্বরে মধ্যে ভর্তির ফরম পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে উল্লিখিত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির জন্য পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
এম. এস কোর্সে ভর্তির আবেদন ফরম ৫০০ টাকা এবং পিএইচডি কোর্সের আবেদন ফরম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে।