কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত সিলেবাস সময়ের দাবি : কৃষিমন্ত্রী

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত সিলেবাস এখন সময়ের দাবি বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আধুনিকায়নের উদ্দেশ্যে কৃষি গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং দপ্তর/সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। এজন্য উচ্চতর শিক্ষাদান ও ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে কৃষি শিক্ষার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সিলেবাস প্রণয়ন এখন সময়ের দাবি।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পাশ করে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কী ভূমিকা রাখছে এবং কী ভুমিকা রাখতে পারত তা দেখতে হবে। আমাদের পুষ্টিকর খাদ্যের প্রথমেই আসে মাছের কথা আর মাছের খাদ্য আসে কৃষি থেকেই। একটি অন্যটির সাথে জড়িত। তেমনি কৃষি শিক্ষা ও কৃষি গবেষণাও। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। সেখানকার শিক্ষার মান যেন বিশ্বমানের হয়। এর জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব।’

মতবিনিময় সভা সঞ্চালন করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। এছাড়া সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দও উপস্থিত ছিলেন।

 


সর্বশেষ সংবাদ