বেগম খালেদা জিয়ার কবরে শেকৃবিস্থ বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধা নিবেদন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘বৃহত্তর বগুড়া সমিতি’। আজ শনিবার সন্ধ্যায় (৩ জানুয়ারি) শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন– শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক, ইউট্যাবের যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মোঃ জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম, সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ।
শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন, দেশ তাদের প্রকৃত অবিভাবক হারিয়েছে, সকলের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে দেশকে গঠন করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যান সমিতি বাংলাদেশ-এর যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মোঃ নাহিয়ান হোসেন-সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র ‘বৃহত্তর বগুড়া সমিতি’-এর সদস্যবৃন্দ।