শেকৃবিতে মাদকের আগ্রাসন বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাদকের আগ্রাসন রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়নে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
২১ ডিসেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে দিন দিন বেড়ে চলছে মাদকের আগ্রাসন। মাদক সেবন ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ যেন নিত্যদিনের ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ তদারকি ও বিচারহীনতাই এর জন্য দায়ী। মাদকের সংশ্লিষ্ট একাধিক ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
মানববন্ধনে উপস্থিত শেকৃবি শাখার ছাত্রদলের সভাপতি মো: আলমগীর কবীর বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ চোখে পড়ার মতো নয়, শিক্ষার্থীরা বললেই নামেমাত্র পদক্ষেপ নিয়ে থাকে, যা খুবই দুঃখজনক।
মানববন্ধনে উপস্থিত অ্যানিম্যাল সাইন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমরাই (শিক্ষার্থীরা) মনে হয় প্রক্টরিয়াল বডি হিসেবে কাজ করছি। তিনি নিউজ পেপার দেখিয়ে আরও বলেন, সমকাল, কালের কণ্ঠ ইত্যাদি পত্রপত্রিকায় মাদকের বিরুদ্ধে নিউজ হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ ও শাস্তি বাস্তবায়ন করা হোক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী ইসলাম নাঈম বলেন, বিশ্ববিদ্যালয়ের মাদক সেবীদের সাথে বাইরের মাদক সাপ্লাইয়ারদের একটা সম্পর্ক থাকে। এগুলো তো ওপেন সিক্রেট। কিন্তু এগুলো বারবার কেন যেন প্রশাসন বিচারের আওতায় আনেনা।