‘বাঁধন' খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আকিব, সাধারণ সম্পাদক সাদমান
'একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট, খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ই ডিসেম্বর) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) অস্থায়ী ক্যাম্পাস–১ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘বাঁধন’, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট, খুলনা জোনের কার্যকরী পরিষদ–২০২৬ ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মোঃ আকিবুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের মোঃ সাদমান লাবীব এবং জোনাল প্রতিনিধি হিসেবে মনোনীত হন একই শিক্ষাবর্ষের এগ্রিকালচার অনুষদের মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং অ্যানিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদ–২০২৫ এর সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ডলার এবং সঞ্চালনায় ছিলেন কার্যকরী পরিষদ–২০২৫ এর সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার স্বেচ্ছায় রক্তদানকে একটি মহৎ ও জীবন রক্ষাকারী মানবিক কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং ‘বাঁধন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এসব সংগঠন মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক অবদান রাখছে।
একই দিনে 'বাঁধন কুইজ কার্নিভ্যাল' এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাননীয় ট্রেজারার নবগঠিত ও বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যসহ বাঁধনের স্বেচ্ছাসেবীদের ফুল দিয়ে বরণ করে নেন।