২৫ মার্চ ২০১৯, ২০:৩০

ওয়াসিম হত্যায় সিকৃবি প্রক্টরের মামলা দায়ের

  © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিমকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড এ অভিযোগে মামলা অভিযোগ দায়ের করেন। (মামলা নং-২২, তারিখ ২৫/৩ ২০১৯ইং, ধারা ৩০২/৩৪)।

মামলায় বাস চালক জুয়েল আহমদ, হেলপার মাসুক মিয়া ও সুপারভাইজার শেফুল মিয়াকে আসামী করা হয়েছে। এর মধ্যে সুপারভাইজার এখনও পালাতক রয়েছে।

ঘটনার সময় নিহত ওয়াসিমের সঙ্গে থাকা ১০জন শিক্ষার্থীকে সাক্ষী করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার তাকে ধাক্কা ‍দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং হেলপারকে আটক করে।