সিকৃবি’র ছাত্রের মৃত্যু: ক্লাস পরীক্ষা স্থগিত, বিক্ষোভ
বাসচাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ওয়াসিম আব্বাস (২১) নিহত হওয়ার ঘটনায় ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার বিভিন্ন অনুষদের পরীক্ষা স্থগিত করা হয়। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।
এদিকে, ওয়াসিম নিহতের প্রতিবাদে রবিবার সকাল ১১টায় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি নিয়ে তারা নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে এ বিচারের প্রতিবাদ জানাবেন।
সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, বাসচাপায় সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় রবিবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে বাকবিতণ্ডার জেরে ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠে। নিহত ওয়াসিম হবিগঞ্জের রুদ্রগ্রাম এলাকার মাহবুব ঘুরীর ছেলে। তিনি সিকৃবি’র মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে সিলেট নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বলিয়ে বিক্ষোভ করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় শনিবার রাত সোয়া ৮টার থেকে প্রায় ঘণ্টাব্যাপী নগরীর প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১১টার দিকে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ নগরের উপকন্ঠ কদমতলী বাস টার্মিনাল থেকে সিলেট-ময়মনসিংহ সড়কে চলাচল করা উদার পরিবহনের সেই বাসচালক জুয়েল আহমদকে (২৬) আটক করে।
এরপর রাত ২টার দিকে হেলপার মাসুক আলীকে (৪০) সুনামগঞ্জের ছাতক উপজেলার সিঙ্গেরকাছ শ্বশুরবাড়ি থেকে আটক করে ছাতক থানা পুলিশ। হেলপার মাসুক আলী সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে। তাকে মৌলভীবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসচাপায় ওয়াসিমের মৃত্যু হলেও এ ঘটনায় মামলা করবে না তার পরিবার। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেন। পরে বিনা ময়না তদন্তে শনিবার রাতে ওয়াসিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।
এ ঘটনায় পরিবার মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হবে জানান মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ সোহেল আহমদ।