১৭ মে ২০২৫, ১৭:৩৩

বাকৃবিতে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৭৩%

বাকৃবিতে ঢাবির ভর্তি পরীক্ষা  © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকাল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বাকৃবি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুনির্বাচনি অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৩ দশমিক ০৮ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুল ইসলাম। তিনি জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন দুইটি অঞ্চলের মোট ১০টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল ইএমআইএস সেল

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষসমূহ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা।

পরীক্ষার পরিবেশ সম্পর্কে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ‘ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে।’