বাকৃবিতে ছাত্রশিবিরের বিনামূল্যে কুরআন বিতরণ
পবিত্র কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে শুরু হয় এ কর্মসূচি। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং কুরআনের পাশাপাশি ছাত্রশিবিরের ঐতিহাসিক কুরআন দিবসের প্রেক্ষাপট সংবলিত লিফলেটও সংগ্রহ করেন।
সরেজমিনে দেখা যায়, একটি টেবিলের ওপর সুশৃঙ্খলভাবে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ সাজানো রয়েছে। শিক্ষার্থীরা সেখানে এসে কুরআন সংগ্রহ করছেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও জানতে পারছেন।
আয়োজকরা জানান, পুরো কর্মসূচির আওতায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মোট ১২০০ কপি কুরআন বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে চার শতাধিক কপি বিতরণ করা হয়েছে।
এক শিক্ষার্থী জানান, “ক্লাস শেষে হলের দিকে যাচ্ছিলাম তখন দেখি কুরআন বিতরণের এই আয়োজন। সেটি দেখে বেশ ভালো লাগছে। দেখলাম এটি বাংলা অনুবাদসহ রয়েছে। আসলে আমরা কুরআন পড়ি, কিন্তু অর্থ জানি না, তাই অর্থ জানা জরুরি। এই আয়োজনটি অনেক সুন্দর এবং আমি এটি স্বাগত জানাই।”
ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবা সাদিয়া বলেন, “আজকের এই উদ্যোগটি অনেক ভালো লেগেছে। আমি মূলত কুরআন শরীফটি নিচ্ছি আমার মায়ের জন্য। এছাড়া এই আয়োজনটি আমাদের কুরআন শরীফ পড়ার জন্য আরও উদ্বুদ্ধ করছে।”
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “১১ মে আমাদের কুরআন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং আশেপাশের মানুষদের মাঝে কুরআন উপহার দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেদিন বৈরি আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আজ আবহাওয়া অনুকূলে থাকায় আমরা কর্মসূচি বাস্তবায়ন করছি।”
তিনি আরও বলেন, “আমরা চাই ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি করতে। ছাত্রদের যে কোনো যৌক্তিক দাবিতে ছাত্রশিবির সবসময় পাশে আছে। সেই আলোকে আমরা ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি সাজাবো এবং বাস্তবায়ন করব।”