রেললাইন অবরোধ করে কৃষিবিদদের অধিকার রক্ষায় বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইন অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
জানা গেছে, এর আগে বিকেল সাড়ে ৩টায় কৃষিবিদদের ৬ দফা দাবিতে কৃষি সচিবের সঙ্গে আলোচনায় বসেন ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রতিনিধি। আলোচনায় কৃষিবিদদের পেশাগত বৈষম্য দূরীকরণ এবং কৃষিখাতে ডিপ্লোমাধারী সিন্ডিকেটের প্রভাব রোধসহ ৬ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কৃষি সচিবের সঙ্গে আলোচনার অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
কৃষি অনুষদের শিক্ষার্থী ফাহাদ বলেন, কৃষিবিদ ঐক্য পরিষদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। অথচ কৃষি সচিব আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে প্রথম ও চতুর্থ দফা দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আরও কঠোর আন্দোলনের পথে এগিয়ে যাব।