০৮ মার্চ ২০১৯, ১৯:১৩

নারী দিবস উপলক্ষে বাকৃবিতে সাইকেল র‌্যালি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী দিবসে শিক্ষার্থীদের একাংশ  © রাকিবুল হাসান

উইমেন সাইক্লিং ক্লাব অফ বিএইউর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপেড থেকে ওই সাইকেল র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটির উদ্বোধন করেন নান্দাইল উপজেলার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।

সাইকেল র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অতিক্রম করে আবার হ্যালিপেডে এসে শেষ হয়। এরপর ‘কৃষি শিক্ষার নারী: বর্তমান প্রেক্ষিতে ও ভকিষ্যৎ পরিকল্পনা’ আলোচ্য বিষয়কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সাইকেল র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সাইক্লিং ক্লাবের সভাপতি ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলাইমান আলী ফকির, ভারপ্রাপ্ত ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. জহির উদ্দিন এবং উইমেন সাইক্লিং ক্লাবের আহবায়ক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস সহ প্রমুখ।