০৬ মার্চ ২০১৯, ১৬:৩৩

ক্লাসে এসে গাঁজা বানাচ্ছিলেন তারা

আটককৃত সজল ও হান্নান   © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ্রেণীকক্ষের সামনে বসে গাঁজা বানাচ্ছিলেন দুই শিক্ষার্থী। এসময় তাদেরকে হাতে নাতে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। বুধবার সকাল ১০টার দিকে ওই দুই শিক্ষার্থীকে বাকৃবি’র ভেটেরিনারি অনুষদের করিডোর থেকে আটক করা হয়।

জানা গেছে, অভিযুক্ত আব্দুল হান্নান ও সজল ঘোষ দু’জনই বাকৃবির ভেটেরিনারি অনুষদের লেভেল-৫ এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। এদিকে অভিযুক্ত আব্দুল হান্নান বাকৃবি’র কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য।

দুই শিক্ষার্থী তাদের গাঁজা বানানোর বিষয়টি স্বীকার করে বলেন, অনুষদের করিডোরে বসে আমরা গাঁজা বানাচ্ছিলাম, কিন্তু আমরা গাঁজা খাইনি। স্যার সে সময়ে আমাদেরকে দেখে ফেলেন এবং তিনি আমাদেরকে ধরে নিরাপত্তা শাখায় নিয়ে যান।

বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, ভেটেরিনারি করিডোর দিয়ে যাওয়ার সময় ওই দুই শিক্ষার্থীকে গাঁজা বানাতে দেখি। তাদেরকে ডাক দেয়া মাত্র তারা আমার কাছে না এসে শ্রেণীকক্ষে গিয়ে লুকায়। পরে ক্লাস থেকে তাদের ধরে নিরাপত্তা শাখায় নিয়ে আসি।

Caption

 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, আটক দুই শিক্ষার্থী এখন নিরাপত্তা শাখায় অবস্থান করছে। তাদের অভিভাবক আসলে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হবে এবং পরবর্তীতে তাদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।