বাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের আল্টিমেটাম
অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে ১ মাসের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় ছাত্রলীগের প্রায় তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সবুজ কাজী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭দিনের সময় বেঁধে দিয়েছি। ৭ দিনের মধ্যে প্রশাসনকে বাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে এবং ১ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
মানববন্ধনে মিয়া মোহাম্মদ রুবেল বলেন, পূর্বে এক সংবাদ সম্মেলনে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২১ দফা দাবি দিয়েছিলাম। সেই ২১ দফা দাবির প্রথমটি ছিল বাকসু নির্বাচন। এখন সময় এসেছে সেই দাবি আদায়ের। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক-অরাজনৈতিক সকল সংগঠনকে বাকসু নির্বাচনের জন্য একযোগে কাজ করার আহŸান জানাচ্ছি।