প্রকাশিত সংবাদে ছাত্রলীগের প্রতিবাদ
গত ২৫ জানুয়ারি দ্যা ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় ‘হলে তুলতে সিটপ্রতি ৬ হাজার টাকা নিচ্ছে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের কয়েকটি হল ইউনিটের নেতৃবৃন্দ। রবিবার পত্রিকার সম্পাদক বরাবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক নাজমুল আহসান হল, শাহজালাল হল, আশারাফুল হক হল এবং জামাল হোসেন হল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ লিপিতে বলা হয়, ‘ দ্যা ডেইলি ক্যাম্পাস অনলাইন প্রত্রিকায় গত ২৫ জানুয়ারি, ২০১৯ তারিখে‘ হলে তুলতে সিটপ্রতি ৬ হাজার টাকা নিচ্ছে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাকৃবি হল ছাত্রলীগ ইউনিট নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন। শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত বিশ্বাসী সৈনিকদের গৌরব ও ঐতিহ্য নষ্ট করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে হল ছাত্রলীগ ইউনিটের সামাজিক, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
এ বিষয়ে প্রতিবেদক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রাপ্ত অভিযোগ, তথ্য ও উপযুক্ত প্রমাণের ওপর নির্ভর করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ সংক্রান্ত প্রমাণাদি প্রতিবেদকের কাছে রয়েছে।