খুকৃবি ফিশারিজ অনুষদের প্রথম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের প্রথম ব্যাচের (সমুদ্যম-১) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় হর্টিকালচার সেন্টার, খুলনাতে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন অত্র অনুষদের ছায়া ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও সব ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনুষদের শিক্ষকরাণ বক্তৃতা দেন। পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান বক্তৃতা প্রদান করেন। তিনি সব শিক্ষার্থীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন। একই সঙ্গে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ডিপিপি প্রকল্প নিয়ে কাজের অগ্রগতি।
সব শিক্ষার্থীর পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর প্রথম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) সব বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন উপাচার্য।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জেতার জন্য প্রার্থীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা কতটা প্রভাব ফেলবে?
এ সময় বিদায়ী শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আজকের অনুষ্ঠানে আমাদের শিক্ষকমণ্ডলী ও জুনিয়র ভাই-বোন যা করেছেন, তা আমাদের কাছে স্মৃতি হয়ে রইবে। এই বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখগুলোর সাথে একসাথে আবার কবে দেখা হবে জানা নেই। এই বিদায় বেলায় আমি সবার জন্য দোয়া চাচ্ছি।’
অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রিজওয়ান মিরাজ, আনিকা আফরোজ সাবা, তাইয়্যেবা তাবাসসুম স্মৃতি ও আজমিন জাহান। এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।