বাকৃবিতে ৩১ ডিসেম্বরের ওরিয়েন্টেশন ক্লাস স্থগিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও ক্লাস স্থগিত করা হয়েছে। নতুন বছরের ৫ জানুয়ারি এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার সারওয়ার জাহানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ৩১ ডিসেম্বর এর পরিবর্তে ২০১৯ সালের ৫ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষদ ভিত্তিক ওরিয়েন্টেশন ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। হল ভিত্তিক ওরিয়েন্টেশন ১ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। নবীন শিক্ষার্থীদের ক্লাস ২ জানুয়ারির পরিবর্তে ৭ জানুয়ারি শুরু হবে।
এছাড়াও, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.bau.edu.bd/) পাওয়া যাবে।