শেকৃবি পেল নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক

প্রফেসর ড. মোহা. আশাবুল হক
প্রফেসর ড. মোহা. আশাবুল হক  © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মোহা. আশাবুল হককে। 

কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলামের স্থানে নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়  প্রফেসর ড. মোহা. আশাবুল হককে। 

গত ২ ডিসেম্বর (সোমবার ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের বর্তমান পরিচালক ও কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম গত ২ ডিসেম্বর থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় তদস্থলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর তফসিলে বর্ণিত প্রথম সংবিধির ১৬। (১) উপবিধির আলোকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মোহা. আশাবুল হককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) হিসেবে নিয়োগ প্রদান করা হলো।"

ওই অফিস আদেশে আরও বলা হয়, ওই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ ২ ডিসেম্বর থেকে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ