স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাকৃবির
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এর আগে ডিন কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের ডিন কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে এসে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার। গুচ্ছ পদ্ধতির জটিলতা এবং আলাদা পরীক্ষা নেওয়ার সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগে থেকেই স্বতন্ত্র ভর্তি পরীক্ষা পরিচালনা করতাম।’
আরও পড়ুন: বাকৃবিতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কৃষি গুচ্ছ থেকে বের হয়ে আসার বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘একাডেমিক কাউন্সিলে উপস্থিত সকল শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় সকল বডির সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে আমারা কৃষি গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবো। একাডেমিক কাউন্সিলের কিছু সদস্য পরামর্শ দিয়েছেন যে, শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কয়েকটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। পরামর্শটি নিয়ে আমরা চিন্তা করছি।’