২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৬

বাকৃবি গ্রাজুয়েটদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

উপাচার্য কার্যালয়ে সংবাদ সম্মেলনে হামলাকারীদের বিচার দাবি করা হয়  © টিডিসি ফটো

কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) নির্বাচন স্থগিতাদেশকে কেন্দ্র করে কেআইবি চত্বর ও কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সামনে সালেহ-মোয়াজ্জেম প্যানেলের সমর্থক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের উপর অতর্কিত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে বাকৃবি প্রশাসন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, কেআইবি নির্বাচন কমিশনের দেয়া ভোটার তালিকার প্রায় ৫ শতের অধিক গ্রাজুয়েটের কোন সঠিক তথ্য না থাকা ও ঢাকা মহানগরের সকল ভোটকেন্দ্রে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ও নীতিশ-প্রিন্স প্যানেলের অনুসারীদের ৪০ জন পোলিং অফিসার হিসেবে নিয়োগ করায় সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কা দেখা দেয়। এ কারণে কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ হাইকোর্টে আপিল করলে আদালত কেইআইবি নির্বাচন স্থগিতাদেশ দেন।

হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে কেআইবিতে যান অবসরপ্রাপ্ত মাৎস্য কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সদস্য কৃষিবিদ মজিবুর রহমান। এ সময় স্থগিতাদেশ গ্রহণ না করে মজিবুর রহমানকে লাঞ্ছিত করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বিএআরসির সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ জাস্টিস, বাকৃবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এম আনোয়ারুল হক সহ অনেকের উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।

হামলায় আহত দুজন

 

সম্মেলনে আরও জানানো হয়, বাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বাকৃবির এই কৃষিবিদদের উপর হামলার প্রতিবাদে শনিবার সকাল ১১ টার দিকে বাকৃবি হেলিপ্যাড থেকে একটি বিক্ষোভ মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, কেইআইবি নির্বাচনের ছালেহ-মোয়াজ্জেম প্যানেলের ময়মনসিংহ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, সহকারী প্রক্টর ড. মো. শহীদুল আলম, ড. এ কে এম মমিনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।