২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১

সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করলো শেকৃবি ইয়েস গ্রুপ

সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করলো শেকৃবি ইয়েস গ্রুপ  © টিডিসি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালে তথ্য ও পরামর্শ ডেস্ক এবং আরটিআই ডেস্ক স্থাপন করে প্রায় সাড়ে ৪ হাজারেরও বেশি নারী, পুরুষ এবং শিশুকে তথ্য এবং পরামর্শ  দিয়ে সহায়তা করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপ।

গত ২১ সেপ্টেম্বর ও ২২ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মানুষকে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা,  তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়েস গ্রুপ( ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট)। এ সময় ১৯৪৫ জন নারী এবং ২৫২৭ জন পুরুষকে তথ্য দিয়ে সহায়তা করে শেকৃবির ইয়েস সদস্যরা। তথ্য প্রদানের পাশাপাশি  হাসপাতালে  সেবা নিতে আসা ব্যক্তিদের তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতা প্রদান এবং হাসপাতাল সম্পর্কে তাঁদের অভিযোগ  সংগ্রহ করে তা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা করে সংগঠনটি। 

এ বিষয়ে শেকৃবি ইয়েস গ্রুপের লিডার মো. আল মোন্তাকিম মাহদী নোমান জানান, 'ইয়েস গ্রুপে এমন জনকল্যাণমূলক কাজ করার সুযোগ প্রদান করার জন্য মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই৷ হাসপাতালে যে দালালদের চক্র রয়েছে সে সম্পর্কে এবং সাধারণ মানুষের অভিযোগ গুলো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আশা করি শেকৃবি ইয়েস গ্রুপ ভবিষ্যতে আরও এমন কর্মপরিচালনা করতে পারবে।'

ইয়েস গ্রুপের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক ডা. মো. শফিউর রাহমান জানান, 'তাদের এই সহযোগিতা মূলক কর্মকাণ্ড ও রোগীদের ইনফরমেশন দিয়ে সেবা প্রদানের এই উদ্যোগ কে আমরা স্বাগত জানাই। আশা করি ভবিষ্যতে করা এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।'