বাকৃবিতে এগ্রিবিজনেসে এমবিএ কোর্সে ভর্তির সুযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি), ময়মনসিংহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি), ময়মনসিংহ   © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি) অধীন কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটে (আইএডিএস) অক্টোবর ২০২৪-মার্চ ২০২৫ উইন্টার সেমিস্টারে এগ্রিবিজনেসে পূর্ণকালীন এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। মোট ৬৪ ক্রেডিট এবং ৪ সেমিস্টারের ২ বছরমেয়াদী এই কোর্সে  ভর্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বা সরাসরি আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে (এগ্রিকালচার, এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি সায়েন্স, এনিমেল হাজবেন্ড্রি, ফিসারিজ, ফুড টেকনোলজি, ফুড সেফটি ম্যানেজমেন্ট, বায়ো-ইনফরম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং) ৪ বছর মেয়াদী অনার্স (সম্মান) ডিগ্রি থাকতে হবে; অথবা,

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, বিজনেস স্টাডিজ, ফাইন্যান্স, একাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, জিওগ্রাফি, জুওলজি (প্রাণিবিদ্যা), বোটানি, ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিসটিক্স বিষয়ে চার (৪) বছর মেয়াদী বিবিএ/অনার্স (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

*ক্রেডিট কোর্স পদ্ধতিতে পাস করা প্রার্থীদের সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৫ অথবা ৫ স্কেলে ন্যূনতম ৩ দশমিক ৫ অথবা বার্ষিক সিস্টেমে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে;

আরও পড়ুন: জাবিতে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড মানেজমেন্ট কোর্সে মাস্টার্সে ভর্তি

ভর্তি পরীক্ষার বিষয়

ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক ও রচনামূলক অংশ থাকবে। গণিত, অ্যানালিটিকাল অ্যাবিলিটি ও কমিউনিকেশন বিষয়ের ওপর নৈর্ব্যক্তিক পরীক্ষা এবং লিখিত অংশে থাকবে রচনা ও অনুবাদ লিখন।

আবেদনপদ্ধতি

প্রার্থীরা অনলাইনে বা সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে বা সরাসরি আবেদন করতে এখানে ক্লিক করে আবেদনের নিয়ম জেনে নিতে পারবেন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ৫০০ টাকা ভর্তির বিজ্ঞপ্তিতে প্রদত্ত অ্যাকাউন্ট নম্বরে প্রদান করতে হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও অন্যান্য ভাষা কোর্সে ভর্তি

ভর্তিসম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ

*আবেদন সংগ্রহ ও জমাদান: ২৯ সেপ্টেম্বর;

*ভর্তি পরীক্ষা: ১ অক্টোবর;

*ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১ অক্টোবর বিকেলে;

*ভর্তির তারিখ: ৩ থেকে ৮ অক্টোবর;

*ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ১৬ অক্টোবর থেকে;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ