০৪ নভেম্বর ২০১৮, ২০:১০

বাকৃবিতে মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রী আহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোটরসাইকেলের ধাক্কায় সিনথিয়া আকতার শাওন নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। শাওন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শেষ মোড়গামী রাস্তা দিয়ে দুই বহিরাগত বেপরোয়া ভাবে মটর সাইকেল চালিয়ে আসছিল। এ সময় সুলতানা রাজিয়া হলের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়াভাবে শাওনকে ধাক্কা দেয়। এ সময় শাওন তার পায়ে গুরুতর আঘাত পান। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, মোটরসাইকেলের চালকসহ দুই জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টির ব্যবস্থা নিবে। শাওনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শাওন প্রাথমিকভাবে পায়ে গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গেছে। তবে পা ভেঙেছে কিনা হাসাপাতালে এক্সরে করার পর তা জানা যাবে।