৩১ অক্টোবর ২০১৮, ১৭:৪৪
অ্যাকাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাচ্ছেন বাকৃবি অধ্যাপক
বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি। বায়োলজিকাল সায়েন্সেসে (সিনিয়র গ্রুপ) একাধিক ওভুলেশন এবং এমব্রিয় ট্রান্সফার বিষয়ে গবেষণায় তিনি এ পদক প্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন।
জানা যায়, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি দীর্ঘ কয়েক বছর ধরে ভেড়ার ওভুলেশন এবং এমব্রিয় ট্রান্সফার বিষয়ে গবেষণা চালিয়ে সাফল্য অর্জন করেন। প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ ও দরিদ্র মানুষজনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই ছিল এই গবেষণার মূল উদ্দেশ্য। আমিষের চাহিদা পূরণ ও আর্থিক লাভবানের বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদনেও তিনি সফলতা পেয়েছেন।