ইলিশের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীদের সংবর্ধনা
বিশ্বে প্রথমবারের মতো ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করায় চার বিজ্ঞানীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ। সোমবার সকাল ১০টার দিকে ‘ ইলিশের হোল জিনোম সিকোয়েন্স এন্ড ডি নোভা এ্যাসেম্বিলিং’ শীর্ষক উদযাপন অনুষ্ঠানে গবেষকদের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইলিশের জীবনরহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধান ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ফুলের তোড়া এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।