২৫ অক্টোবর ২০১৮, ২০:৫১

বাকৃবিতে ১৩তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দি বাংলাদেশ সোসাইটি ফর প্যারাসাইটোলজির (বিএসপি) ১৩তম দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘খাদ্যের পরজীবী এবং খাদ্য নিরাপত্তা’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওই সম্মেলনের আয়োজন করে দি বাংলাদেশ সোসাইটি ফর প্যারাসাইটোলজি (বিএসপি)।

বাংলাদেশ প্যারাসাইটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের জাতীয় পরামর্শক অধ্যাপক ড. বেনাজির আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, মানুষের সচেতনতার অভাবে ক্ষতিকর পরজীবী খাদ্যের মধ্যে বিস্তার লাভ করছে। প্রতিবছর ১০ লক্ষেরও বেশি মানুষের দেহে খাদ্যের পরজীবী বিভিন্ন রোগ সৃষ্টি করে। এর ফলে মানুষের পাশাপাশি প্রাণীকুলেও এসব পরজীবী ক্ষতিকর প্রভাব ফেলছে এমনকি মৃত্যুও ঘটছে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের সচেতনতা এবং গবেষকদের জ্ঞান বৃদ্ধি করতে হবে।