২৪ অক্টোবর ২০১৮, ১৪:৪২

বাকৃবিতে বৃহত্তর বগুড়া জেলা সমিতির নতুন কমিটি

সভাপতি অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম (বামে) এবং সাধারণ সম্পাদক আবু রেজওয়ান-আল-রামীম (ডানে)  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি) বৃহত্তর বগুড়া জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন চতুর্থ বর্ষের ছাত্র আবু রেজওয়ান-আল-রামীম।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান ও কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি এইচ এম সাগর, কোষাধ্যক্ষ এ এন এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজেবুল হক তরফদার, প্রচার সম্পাদক ইব্রাহীম আমিন, দপ্তর সম্পাদক কাওছার আজাদ, অর্থ সম্পাদক জাকারিয়া মন্ডল, ক্রীড়া সম্পাদক এনায়েত শাকিল, সমাজকল্যাণ সম্পাদক তানভীর নুর শাকিল, আপ্যায়ন সম্পাদক বেলাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আনিকা তাবাসসুম পূর্বা।

এছাড়াও কমিটিতে ৬ জন যুগ্ম সম্পাদক, ১৮ জন সদস্য এবং ১৩ জন হল প্রতিনিধি রয়েছেন।