২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৩
প্রধানন্ত্রীর জন্মদিনে এতিমদের খাওয়ালো বাকৃবি ছাত্রলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল এবং ৫২ জন এতিমকে খাওয়ানোর আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদজুম্মা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বয়রা অঞ্চলের বায়তুল কুরআন ইসলামী একাডেমি মাদরাসায় শিক্ষারত ৫২ জন এতিম শিশুকে খাওয়ানো হয়। এ সময় বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খাবার শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করা হয়।