১৯ অক্টোবর ২০২৩, ১৯:৪৮

সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগ সভাপতির স্ত্রী হুমকি দিলেন সাংবাদিককে

ছাত্রলীগ সভাপতির এসএম মাসুদুর রহমান ও তার স্ত্রী অভিযুক্ত সোনিয়া নুসরিন সুমি  © সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্মরত এক সাংবাদিককে হুমকি-ধমকি ও গালিগালাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক সোনিয়া নুসরিন সুমি। তিনি শাখা ছাত্রলীগ সভাপতির এসএম মাসুদুর রহমান মিঠুর স্ত্রী। 

গত মাসে দেশের কয়েকটি পত্রিকায় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিবৃতিতে শাখাটির বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করার পর আবার আলোচনায় আসে সংবাদগুলো। 

গত ২০ সেপ্টেম্বর দৈনিক বাংলা পত্রিকায় 'মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে শেকৃবি ছাত্রলীগ' শিরোনামে সংবাদ প্রকাশ করেন পত্রিকাটির বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আরাফাত রহমান অভি। তিনি তার প্রতিবেদনে ছাত্রলীগ সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠুর পদে থাকাকালীন বৈবাহিক অবস্থা এবং মিঠু- সুমি দম্পতি দুই সন্তানের কথা উল্লেখ করেন। নিউজটিতে প্রতিবেদক ছাত্রলীগের সভাপতি তার প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়োগে হস্তক্ষেপের কথা উল্লেখ করেন।

এই নিউজের জেরে আজ (১৯ অক্টোবর) কল দিয়ে ঐ সাংবাদিককে হুমকি-ধমকি সহ গালিগালাজ করেন ঐ নেত্রী। ভুক্তভোগী সাংবাদিক বলেন, " গত ২০ সেপ্টেম্বর দৈনিক বাংলা পত্রিকায় 'মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে শেকৃবি ছাত্রলীগ' শিরোনামে সংবাদ প্রকাশিত করার জেরে ছাত্রলীগের সাবেক নেত্রী ও বর্তমান শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর স্ত্রী সুমি আমাকে ফোন দিয়ে আমার ওপর চড়াও হন। তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, ক্যাম্পাসে আমার যখন জন্ম হয়নি তখন থেকে তিনি রাজনীতি করেন। তিনি আমাকে এবং আমার মা কে উল্লেখ করে গালি দেন। '

সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠু  সাথে বিয়ে এবং সন্তানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার সাথে আমার বিয়ে হয়েছে কিনা এটা বলবো না। সাংবাদিককে গালি-গালাজ হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি নন বলে কল কেটে দেন।