১৭ আগস্ট ২০২৩, ১৪:৩৬

নাইট্রোজেন দূষণ রোধে বশেমুরকৃবিতে ‘নাইট্রো চ্যাম্প ২০২৩’

বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা  © টিডিসি ফটো

বিশ্বের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন বাড়াতে সার হিসেবে নাইট্রোজেনের ব্যবহার দিন দিন বাড়ছে। বাড়তি নাইট্রোজেনের ব্যবহার তৈরী করছে নাইট্রোজেন দূষণ। যা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। কিভাবে নাইট্রোজেন দূষণ কমানো যায় এবং কৃষকদের উন্নয়নে কাজ করা যায় এই নিয়ে সাউথ এসিয়ান নাইট্রোজেন হাবের সহযোগীতায় "নাইট্রো চ্যাম্প ২০২৩" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই আগষ্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  আঠারোটি দলের মধ্যে বাছাইকৃত ছয়টি দল নাইট্রোজেন দূষণ রোধে তাদের পরিকল্পনা তুলে ধরেন। 

এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. তোফায়েল আহমেদ। 

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রস্তাবিত পরিকল্পনা মূল্যায়ন করেন- বশেমুরকৃবি’র গবেষণা পরিচালক প্রফেসর ডক্টর মো. আবিয়ার রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. মোতাহের হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সাইন্স অনুষদের প্রসেফর ড. আবু সাদেক মোহাম্মদ সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মঈনুল হোসেইন অলিভার, সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের প্রধান বীজ প্রকৌশল ও গবেষণা কো-অর্ডিনেটর ড. উম্মে সিরাজুম মনিরা। 

নাইট্রোজেন দুষণ রোধে এবং কৃষি উন্নয়নে উৎকর্ষ সাধন করার মত বিজনেস আইডিয়া দিয়ে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় গ্রামীন অর্থনীতি ও গ্রামীন উন্নয়ন অনুষদের ৩য় বর্ষের দল ‘টিম ইয়োলো’।