বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

বাকৃবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের স্টল
বাকৃবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের স্টল  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮ টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। বাকৃবি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির নিয়ন্ত্রক এবং মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষার আগের রাত এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসের প্রধান ফটক জুড়ে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন স্টল তৈরি করেছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে হাসিমুখ, রোটার্যাক্ট, বাইডিএস। এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। 

প্রতিবছরের ন্যায় এবারও এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। ভর্তিচ্ছুূদের সুবিধার্থে তৈরিকৃত এ স্টলগুলো পরিদর্শন করেছেন বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। নিরাপত্তার জন্য প্রায় দু’শ জন নিরাপত্তাকর্মী ও পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিযুক্ত রয়েছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও আমাদের সহায়তা করে থাকে।


সর্বশেষ সংবাদ