১৯ জুন ২০২৩, ১৪:৫৩

সবার ঈদের ছুটি ২২ জুন শুরু হলেও শেকৃবির আজ থেকে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি। আজ সোমবার ১৯ জুন থেকে শুরু করে ৪ জুলাই পর্যন্ত ১৬ দিন ক্যাম্পাস ছুটি থাকবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি ২২ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও শেকৃবিতে শুরু হয়েছে আজ থেকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। এ সময় আবাসিক হলগুলো খোলা থাকার কথা জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসারে পবিত্র ঈদুল আজহার ছুটি ২২ জুন থেকে শুরু হওয়ার কথা হলেও তা শুরু হচ্ছে ১৯ জুন থেকে। এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ০৬-০৬-২০২৩ তারিখ গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার ছুটি একত্রীকরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার,সকল ডিন,প্রক্টর এবং রেজিস্ট্রারের সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড.অলোক কুমার পালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঢাবিতে বাজেটের আকার কমেছে, বাড়েনি গবেষণা বরাদ্দও

উক্ত সভার সুপারিশের প্রেক্ষিতে সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১২-০৬-২০২৩ হতে ১৫-০৬-২০২৩ তারিখের পরিবর্তে ১৯-০৬-২০২৩ হতে ২২-০৬-২০২৩ তারিখ পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে ০৫ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।