বাকৃবিতে নতুন এগ্রোমেটিওরোলজি বিভাগে ক্লাস শুরু

বাকৃবিতে নতুন এগ্রোমেটিওরোলজি বিভাগে ক্লাস শুরু
বাকৃবিতে নতুন এগ্রোমেটিওরোলজি বিভাগে ক্লাস শুরু  © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৯ জন শিক্ষার্থী নিয়ে নতুন এগ্রোমেটিওরোলজি বিভাগে ক্লাস শুরু হয়েছে আজ। শুধু কৃষি অনুষদের শিক্ষার্থীরাই এবারে এ বিভাগে স্নাতকোত্তর প্রোগামে ভর্তির সুযোগ পেয়েছেন।

রবিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ওই বিভাগের শিক্ষা পর্ষদের প্রথম সভায় এ তথ্য জানানো হয়।

নতুন চালু হওয়া এগ্রোমেটিওরোলজি বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা দেড় বছরে তিনটি সেমিস্টারের মাধ্যমে ডিগ্রি অর্জন করবেন। এসময়ে তারা এগ্রোমেটিওরোলজি সম্পর্কিত মোট ৪০ ক্রেডিটের বিভিন্ন কোর্সে অধ্যয়ন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট কোর্সে ক্লাস নিবেন।

সভার শুরুতে শিক্ষা পর্ষদ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. এ. বি. এম. আরিফ হাসান খান রবিন। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, প্রভাষক উম্মে সুমাইয়া শাম্মী। এছাড়াও সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।

প্রসঙ্গত, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের (কম্পোনেন্ট-সি, বিডব্লিওসিএসআরপি) আওতায় বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাকৃবিতে এগ্রোমেটিওরোলজি বিভাগ চালুর জন্য অনুমোদন দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্নাতকোত্তর পর্যায়ে প্রথমবারের মতো বিভাগটিতে ক্লাস শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence